01835-118368 Email Us Support
চেয়ারম্যান মহোদয়ের বাণী...

স্বাস্থ্য সেবা একটি স্বীকৃত মানবাধিকার এবং এটি মানব সম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে সার্বজনীনভাবে স্বীকৃত। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি টার্গেটের মধ্যে তিন নম্বর গুরুত্বপূর্ণ ইস্যু স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে যার সময়সীমা ২০৩০ সাল। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পোঁছে দিতে স্বাস্থ্য সহায়ক জনবল তৈরির বিকল্প নেই। রাষ্ট্রের নিকট জনগণের অন্যতম চাহিদার একটি হচ্ছে স্বাস্থ্য সেবা। সে লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফিরোজ মেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (এফএমটিএফ)। দিন দিন যুব সমাজের একটি বিশাল অংশ বেকারত্বের জালে জড়িয়ে পড়ছে যার কারণ হিসেবে গবেষণায় দেখা গেছে নন টেকনিক্যাল বিষয় নিয়ে লেখাপড়া একটি অন্যতম কারণ। তাছাড়া সারা দেশে স্বাস্থ্য খাতে প্রশিক্ষিত জনবলের পর্যাপ্ত চাহিদা থাকা সত্ত্বেও দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চরম সংকট বিরাজ করছে। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে তখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় অদক্ষ, অর্ধশিক্ষিত জনবল দ্বারা চিকিৎসা ও রোগ নির্ণয়ের মত গুরুত্বপূর্ণ কাজ চলছে। সেখান থেকে পরিত্রাণের জন্য দক্ষ ও মানসম্পন্ন স্বাস্থ্য কর্মী গড়ে তুলতে ফিরোজ মেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (এফএমটিএফ) বদ্ধ পরিকর।

আমরা আপনাদের সহযোগিতা কামনা করি।